সরকার এতিম শিশুদের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন প্রকল্প চালু করেছে -হাবিবুর রহমান হাবিব এমপি
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার এতিম শিশুদের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন প্রকল্প চালু করেছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এতিমখানাগুলোতে এতিম শিশুদের আর্থিক অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। সরকারের পাশাপাশি এতিম শিশুদের কল্যাণে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
এমপি হাবিবুর রহমান হাবিব গত (২১ জানুয়ারি) শুক্রবার বিকেলে ওসমানীনগর উপজেলার বাজিতপুর আব্দুল বারী-শহিদুন্নেছা একাডেমি ও এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সুফিয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলা পোস্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মফিজুর রহমান, প্রবাসী শায়েস্তা মিয়া, প্রবাসী জামাল আহমদ খান, প্রবাসী আনজুমান আরা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত। প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হানিফ মোহাম্মদ, হোসেন আহমদ,লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী প্রমুখ।