সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন : হাবিবুর রহমান হাবিব এমপি

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার নজির কোন দেশে নেই। একসময় শিক্ষার্থীরা ভবন স্বল্পতার কারণে গাছতলায় বসে পাঠ্যক্রম চালিয়েও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যালয়সমুহে নতুন নতুন ভবন তৈরী ও শিক্ষকস্বল্পতা দূর করে শিক্ষার্থীদের লেখাপড়ার উদার সুযোগ করে দিয়েছেন। শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে মনোযোগ সহকারে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হওয়া। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে ফেইস বুকসহ ক্ষতিকর বিভিন্ন অ্যাপস পরিহার করে নিজেকে একজন বিসিএস ক্যাডার হিসেবে গড়ে তোলার আহবান জানান।

হাবিবুর রহমান হাবিব এমপি গতকাল (১ জানুয়ারি) শনিবার সকাল থেকে দিনভর সিলেট-৩ আসনের অন্তর্ভূক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস্, বালাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ও মুসলিমা বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল

কাদির খান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পূব পৈলনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন, মোগলাবাজার রেবতি রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী এনামুল ইসলাম, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের সহ-সাধারণ সম্পাদক জাহেদ আলী, পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দিতা দত্ত, রেবতিরমন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিরুপম চক্রবর্তী শুভ্র, প্রধান শিক্ষক শাহ ফারুক, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু, সেলিম আহমদ মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, রুহুল ইসলাম মেম্বার, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া, যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, ছাত্রলীগ নেতা তুহিন মনসুর, রেজান আহমদ প্রমুখ।

You might also like