সরানো হলো ক্বিনব্রিজের ঝুঁকিপূর্ণ লোহার পাইপ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ শেষ পর্যন্ত সরানো হলো সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনব্রিজের ঝুঁকিপূর্ণ সেই লোহার পাইপ।১ জুলাই শনিবার রাত ১০টার দিকে ঝুঁকিপূর্ণ লোহার পাইপটি অপসারণ করে ফায়ার সার্ভিসের লোকজন। এতে দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ ও যানবাহন। এরআগে ১ জুলাই শনিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের।প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, নগরির প্রবেশদ্বার খ্যাত ক্বিনব্রিজের উপর যাতে দিয়ে ভারি যানবাহন চলাচল করতে না পারে সেজন্য ব্রিজের দু’প্রবেশ মুখে লোহার পাইপ দিয়ে আড়াআড়িভাবে বেষ্টনি দেয়া হয়েছিলো বেশ কয়েক বছর আগে। তাতে কিছুদিন ভারি যানবাহন চলাচল না করলেও কিছুদিন যেতে না যেতেই এই ব্রিজ দিয়ে শুরু হয় ভারি যানবাহন চলাচল। এরফলে সম্প্রতি এই লোহার বেষ্টনিগুলোতে গাড়ির ধাক্কায় বাঁকা হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই একটি ভারি যানবাহনের ধাক্কায় ব্রিজের দক্ষিণ মুখে লোহার বেষ্টনিগুলো একেবারেই বাঁকা হয়ে ঝুঁকে পড়ে। এতে করে বর্তমানে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। সংবাদ প্রকাশের পর শনিবার রাত ১০টার দিকে ঝুঁকিপূর্ণ সেই লোহার পাইপটি অপসারণ করে ফায়ার সার্ভিসের লোকজন।