সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ন্যাপ নেতা জাকির হোসেনের জানাজা সম্পন্ন
নিউজ ডেস্ক
সত্যবাণী
কুমিল্লা: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার, ন্যাপ নেতা জাকির হোসেন (৭১) গত ২০ ফেব্রুয়ারি শনিবার রাত আটটায় কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।গতকাল ২১ ফেব্রুয়ারি বাদ জোহর কুমিল্লা টাউন হল ময়দানে চিরন্তন বিপ্লবী জননেতা জাকির হোসেনের জানাজায় অংশ গ্রহণ করে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান সাবেক মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, স্থানীয় এমপি আ. ক. ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়, অধ্যক্ষ হাসান ইমাম, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ । ঢাকা থেকে ন্যাপ কেন্দ্রীয় কমিটির পক্ষে পরিতোষ দেবনাথ, এস. কামরুন, নাসিমা হক রুবি, এডভোকেট আওলাদ হোসেন। ন্যাপ-কমিউনিস্ট পার্টি- ছাত্র
ইউনিয়নের গেরিলা বাহিনী সদস্যবৃন্দ এবং ন্যাপ নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব গোলাম ফারুক, নাসিরুল ইসলাম জুয়েল, মোঃ গোলাম ফারুক, অ্যাডভোকেট গোলাম ফারুক, বোরহান উদ্দিন, নূর মোহাম্মদ, আবু তাহের, মোস্তাকুর রহমান ফুলমিয়া, বশির আহমেদ, সরকার ফারুক, অধ্যাপিকা নাজমা আহমেদ, মোস্তাক আহমেদ, জুলফিকার আগা বাসেত, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন টুটুল, খায়রুল বাশার খোকন, সানোয়ার আহমেদ, জহিরুল ইসলাম, রুমি হায়দার ইকবাল, আব্দুল হাই, ফয়েজ আহমেদ, কামাল আবু নাসের হাসান, এডভোকেট রতন লাল মজুমদার, হাসান ইমাম শফিক, দীপা সিনহা ডা. আবু আইয়ুব হামিদ, আবুল কালাম আজাদ, নাহিদ সুলতানাসহ আরো অনেক নেতৃবৃন্দ।আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ,জাতীয় পার্টি, উদীচী, মানবাধিকার কমিশন, ছাত্রলীগ, ফুলকুঁড়ি খেলাঘর আসর, আফজাল ফাউন্ডেশন, দোকান মালিক সমিতি, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা কলেজ, অজিত গুহ কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।জানাজার পূর্বে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জাকির হোসেনের প্রতি গার্ড অফ অনার প্রদান করা হয়।