সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক

মুহাম্মদ সাজিদুর রহমান
সত্যবাণী

লন্ডন: সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন- ‘সাংবাদিক পীর হাবিবুর রহমান তাঁর লেখনীর মাধ্যমে আমাদের মনোজগতে নতুন চিন্তার খোরাক যোগাতেন। তাঁর লেখনীতে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী এবং নানাবিধ জটিল বিষয়ের প্রাঞ্জল বিশ্লেষণ আমরা প্রত্যক্ষ করেছি। দেশ ও জাতিকে আরো অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর।’

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্সতায় স্বাক্ষর করেন, সংগঠনের সভাপতি  ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ , সাবেক সভাপতি বাংলা সংলাপ, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক, বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার ও জগন্নাথপুর টাইমসের সহকারী সম্পাদক সাজিদুর রহমান, সহ সভাপতিবৃন্দ যথাক্রমে উত্তরপূর্বের যুক্তরাজ্য প্রতিনিধি মতিয়ার চৌধুরী, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, লন্ডন টাইমসের সম্পাদক সৈয়দ শাহ সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, কোষাধ‍্যক্ষ বাংলা নিউজ ইউএস ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ সালেহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ জগন্নাথপুর টাইমসের সিনিয়র রিপোর্টার এসকেএম আশরাফুল হুদা, মিডিয়া ও আইটি সম্পাদক স্বদেশ বিদেশের বিশেষ প্রতিনিধি রুমি হক, সমাজ কল্যাণ সম্পাদক, বালাগঞ্জ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও মাসিক বিলেতের ম্যানেজিং এডিটর মিজানুর রহমান মীরু, জে টাইমস টিভির ল অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার ব্যারিস্টার মো. ইকবাল হোসেইন, বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া, ইউরোবিডি নিউজ ডটকমের ইউকে প্রতিনিধি সেলিনা আক্তার জোছনা ও ২৬শে টেলিভিশনের জামাল খান প্রমুখ।

 

You might also like