সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লণ্ডন বাংলা প্রেসক্লাব। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় পীর হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন বলে সংগঠনের ওয়াটসআপ গ্রুপে জানিয়েছেন লণ্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া এবং আইটি সেক্রেটারী মোঃ আব্দুল হান্নান।

শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিক পীর হাবিবুর রহমান পেশাদার সাংবাদিক হিসাবে ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন সময় সরকারি ও ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যে সফর করেছেন। এই সময়ে যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিক সমাজের সাথে তাঁর গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তিনি যখনই যুক্তরাজ্যে এসেছেন সব সময় এখানকার কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।’

প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন,  ‘পীর হাবিবুর রহমান যুক্তরাজ্যের সাংবাদিক পরিবারের একজন হিসেবেই বিবেচিত হতেন। সাংবাদিকতায় তাঁর অবদান যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি মরহুমের পরিবার ও স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই।’

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।

You might also like