সাংবাদিক ফরহাদ জামানের স্ত্রী জাকিয়া বেগম এবং রোমান বখত চৌধুরীর মা দিলারা বেগম চৌধুরীর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন, ২৪ নভেম্বর : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক ফরহাদ জামানের স্ত্রী জাকিয়া বেগম এবং সাংবাদিক নোমান বখত চৌধুরীর মা দিলারা বেগম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ প্রয়াত দুই মহিলার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁদের স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, জাকিয়া বেগম (৬১) ২৩ নভেম্বর, বুধবার রাত ৯ টা ৩৫ মিনিটে লন্ডনের সেন্ট জোসেফ হসপিসে মৃত্যু বরণ করেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জের হাসান নগর এলাকায়। তিনি দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমা ব্রিক লেন মসজিদে জানাজা নামাজ শেষে সিডকাপ কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
মরহুমা দিলারা বেগম চৌধুরী (৬৫) মৃত্যুবরণ করেন ২৪ নভেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নিজ বাসভবনে। তাঁর গ্রামের বাড়ী নবিগন্জের বাউসা ইউনিয়নের আবদা গ্রামে। বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ এশা নিজ গ্রামের পারিবারিক গুরুস্তানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে মরহুমাদ্বয় ছেলেমেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক ফরহাদ জামান তাঁর মরহুমা স্ত্রীর এবং নোমান বখত চৌধুরী তাঁর সদ্য প্রয়াত মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।