সাকিবকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিসিবি সভাপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আইপিএল খেলতে রোববার রাতে আরব আমিরাত যাচ্ছেন সাকিব আল হাসান। এর আগে ব্যক্তিগত কাজে সময় পার করছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও তার সঙ্গে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’ মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করতেই সাকিব এই সাক্ষাতে গিয়েছিলেন।আইপিএল খেলতে সাকিব আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। তার সঙ্গী হবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।করোনার কারণে আইপিএলের চতুর্দশ আসর স্থগিত হওয়া বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ১৫ অক্টোবর হবে প্রতিযোগিতার ফাইনাল। সাকিব আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে। এর পরেই ১৭ অক্টোবর ওমানে প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বকাপ। বিশ্বকাপের মূল পর্ব আরব আমিরাতে। আইপিএল শেষে আর দেশে ফিরবেন না সাকিব। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব।

You might also like