সাদিক খান আবারও লন্ডন মেয়র

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: আবারও লন্ডন মেয়র হলেন পাকিস্তানী বংশোদ্ভূত সাদিক খান। লেবার প্রার্থী হিসেবে এইবার নিয়ে তৃতীয়বারের মতো লন্ডন মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন তিনি।

অপরাধ ও বিশুদ্ধ বায়ু ম্যান্ডেট দিয়ে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জিতেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান।

তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৩২ দশমিক ৭ শতাংশ ভোট। খবর বিবিসির।

সাদিকের এই জয়ের মাধ্যমে যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি আবারও ফুটে উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জয়লাভ করেছেন।

এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কেলিসহ আরও হাইপ্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন সাদিক খান।

এর আগে, ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান।

এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় লন্ডনের নগর পিতা হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।

You might also like