সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই এঁর নাগরিক শোকসভা আয়োজক কমিটি গঠন

নিউজ ডেস্ক
সত্যবাণী

হবিগঞ্জ: ১২ এপ্রিল,শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হবিগঞ্জ বার লাইব্রেরীতে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব,হবিগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য,ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই সাহেবের মৃত্যুতে নাগরিক শোকসভা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন ও পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম ফরহাদ আহমেদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ (অব:) আব্দুজ জাহের,হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী,সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুরলী ধর দাস।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট রণধীর দাশ, বাসদ নেতা শফিকুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় আগামী ৩রা মে ২০২৫ খ্রি. রোজা শনিবার নাগরিক শোকসভা আয়োজনের দিন ধার্য করে অধ্যক্ষ (অব:) ইকরামুল ওয়াদুদ কে আহ্বায়ক,অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী ও অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ কে যুগ্ম আহ্বায়ক,চৌধুরী মিসবাহুল বারী লিটন কে সদস্য সচিব ও এস এম ফরহাদ আহমেদ চৌধুরী কে যুগ্ম সদস্য সচিব মনোনীত করে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট নাগরিক শোকসভা আয়োজক উপ-কমিটি গঠন করা হয়।সভা থেকে বক্তাগণ,সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই সাহেবের নাগরিক শোকসভা সফল ও সার্থক করে তোলার জন্য হবিগঞ্জের সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

You might also like