শ্রীলঙ্কায় সামরিক বাহিনী ও পুলিশের হাতে জরুরি ক্ষমতা

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

শ্রীলংকার: অবরুদ্ধ বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারকে ‘টেম্পল ট্রি’ থেকে উদ্ধারের পর শ্রীলঙ্কার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেনা ও পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তারা যেকোনো লোককে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে। এমনটাই জানাচ্ছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা।মঙ্গলবার (১০ মে) শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসেকে জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে, টেম্পল ট্রির দুইতলা ভবনে হামলা চালায় গণবিক্ষোভকারীরা। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে মাহিন্দা রাজাপাকসে এবং তার পরিবারকে উদ্ধার করেছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। সংবাদমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনে কমপক্ষে ১০টি পেট্রলবোমা মারা হয়েছে।জানা গেছে, শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যে সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। মঙ্গলবার লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

You might also like