সামিউলকে সভাপতি ও সবুজকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ শান্তিগঞ্জ প্রেসক্লাব গঠন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ জাতীয় দৈনিক সকালের সময়ের শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি সামিউল কবিরকে সভাপতি ও ডেইলি অবজারভারের প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজকে সাধারন সম্পাদক করে দুইবছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ঠ শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরের সমবায় মার্কেটে প্রেসক্লাবের এই নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি (নিউজ ভিশনের)শান্তিগঞ্জ প্রতিনিধি মোঃ আবু সঈদ, সহ-সভাপতি (দৈনিক হাওরাঞ্চলের কথার) শফিকুল ইসলাম, (দৈনিক স্বাধীন বাংলার)বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক সিলেট বাণীর) আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, দপ্তর সম্পাদক (সিএনএন টিভির) আব্দুল কাদির জীবন, প্রচার সম্পাদক (দৈনিক জাগো জনতার) শাহনুর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাওড়বার্তার আবু খালেদ, সদস্য (সিলেটের কন্ঠ)পত্রিকায় আল আমিন আহমেদ জুনেদ, (দৈনিক বাংলাদেশ বার্তার) ফখরুল ইসলাম ফাহিম,(ডেইলি রূপান্তরের) পংকজ চক্রবর্তী জয় (দৈনিক সিলেটের জমিনের) এর প্রতিনিধি আফজাল মিয়া।

You might also like