সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর-বিমানপ্রতিমন্ত্রী
সত্যবাণী
সিলেট অফিসঃ বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে যার যার ধর্ম এবং উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। দুর্গাপূজা উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে খেয়াল রাখতে হবে।
চুনারুঘাট থেকে সংবাদদাতা জানান, ১১ অক্টোবর বুধবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এদিকে, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে আশা ব্যক্ত করে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান, দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার লক্ষ্যে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল জানান, এ বছর চুনারুঘাটে মোট ৮৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। অপরদিকে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, থানার ওসি রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর আ’লীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মানিক সরকার, মুহিতুর রহমান রুমন ফরাজি, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিধান রঞ্জন পাল, সাধারণ সম্পাদক সজল দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।