সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের শহর সিলেট-মেয়র আনোয়ারুজ্জামান চৌঃ

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জানে সারা দুনিয়া। এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের শহর। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে সব কালে, সব যুগে। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ব্যস্ত শিক্ষার্থীরা একদিন দেশের হাল ধরবেন। তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। এখন তাদের প্রস্তুতির সময়।
তিনি বলেন, তারা দেশকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সবার দোয়া ও আশির্বাদে অবশ্যই একদিন তারা সফল হবেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে তারা অবশ্যই গর্ববোধ করবে। আমরা তেমন একটি দেশ গড়ার কাজে শেখ হাসিনার নেতৃত্বে নিয়োজিত।
১৪ ফেব্রুয়ারি বুধবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। নগর ভবনের সামনে এ পূজা অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ভানুজয় দাশ, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, চন্দন দাশ, অংশোমান ভট্টাচার্য্য রাকু, জয়দেব বিশ্বাস, সুব্রত রায় দুলাল, সমীরন মোদক টিটু, লিপু সিংহ, জ্যোতিষ চক্রবর্তী, রাজু রায়, সুষেন দে, শেখর দেবনাথ, ধনঞ্জয় দাশ, লিটন পাল প্রমুখ।
এরআগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন। মেয়র হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং শিক্ষার্থীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান।

You might also like