সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদকে নিয়ে লেখক আড্ডা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে সাম্যবাদী কবি, গবেষক ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদকে নিয়ে লেখক আড্ডায় বক্তারা বলেছেন, গুণীজনদের জীবিত থাকাকালেই সম্মানিত করতে হবে, তবেই তাঁদের কাজের যেমন গতি বাড়বে তেমনি আারও গুণীজনের সৃষ্টি হবে। বক্তারা বলেন, আমাদের পার্শবর্তী দেশ ভারতসহ পৃথিবীর অনেক দেশেই কবি-সাহিত্যিকদের সম্মানীভাতা দেয়া হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এটা এখনো চালু হয়নি। তারা কবি-সাহিত্যিকদের জন্য সম্মানীভাতা চালু করতে সরকারের প্রতি আহবান জানান।৩১ ডিসেম্বর শনিবার বিকেলে নগরির স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে অনুষ্ঠিত আড্ডায় সভাপতিত্ব করেন প্রকাশনীর কর্ণধার গীতিকার মোহাম্মদ নওয়াব আলী। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক একে শেরাম, মঈনপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল আহমদ চৌধুরী, গীতিকার শাহ আব্দুল ওয়াহিদ, লেখক ও ব্যাংকার ইশফাক কুরেশী, লেখক-সাংবাদিক আব্দুল লতিফ নুতন, গীতিকার ও গবেষক মোঃ খালেদ মিয়া। অনুষ্ঠানে লেখক পরিচিতি পাঠ করেন গীতিকবি হরিপদ চন্দ। লেখক অনুভূতি ব্যক্ত করেন, সাম্যবাদী কবি, গবেষক ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ।বক্তব্য রাখেন কবি কামাল আহমদ, কবি-সাংবাদিক কামাল মুন্না, কবি কানিজ আমেনা কুদ্দুস, কবি আনহার আলী, ছড়াকার নিরজ্ঞন মনি বিশ্বাস, ছড়াকার রওনক আহমদ এনাম, আব্দুল ওয়াহিদ, জোবায়দা বেগম আঁখি প্রমুখ।অনুষ্ঠানে বাসিয়া প্রকাশনীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের হাতে স্মারক ক্রেস্ট ও নগদ আর্থিক সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

You might also like