সাহাবউদ্দিন মেডিক্যালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে গণস্বাস্থ্য

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা পরীক্ষা,অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের কারণে সিলগালা করে দেওয়া সাহাবউদ্দিন মেডিকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের অভিযোগ- তাদের উদ্ভাবিত ‘অ্যান্টিবডি টেস্ট কিট’ দিয়ে কোভিড-১৯ পরীক্ষার ভুয়া তথ্য উপস্থাপন করেছে সাহাবউদ্দিন মেডিকেল।সোমবার (২০ জুলাই) সকালে দেওয়া বিবৃতিতে ‘জিআর কভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন,কোনো প্রকার কিট পরীক্ষার সঙ্গে গণস্বাস্থ্যের সম্পর্ক নেই।

এতে বলা হয়,কোথাও গণস্বাস্থ্যের কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে- এমন খবর পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোরও অনুরোধও করা হয়।গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট কিট’ এখনো সরকারের অনুমোদন পায়নি বলে এতে উল্লেখ করেন ডা. মুহিব উল্লাহ।তিনি বলেন,এই কিটের কোনো বিপণন হয়নি।শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য বা ট্রায়ালের জন্যও দেওয়া হয়নি।গণস্বাস্থ্যের কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ডা. মুহিব উল্লাহ।তিনি বলেন, আমরা মনে করছি, করোনার মহাদুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

You might also like