সাহিত্য জগতে নক্ষত্র পতন, প্রখ্যাত কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চির নিদ্রায় চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে পরিবার সুত্রে। রবিবার রাত ১১ টা ২৫ মিনিট নাগাদ মৃত্যু হয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।বলা বাহুল্য, বুদ্ধদেব গুহর মৃত্যুতে বাংলার সাহিত্য প্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।চলতি বছরে এপ্রিলে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বুদ্ধদেব গুহ। মূত্রথলিতে এবং বয়সজনিত সমস্যায় অনেকদিন থেকে ভুগছিলেন তিনি। একসময় করোনাকে পরাজিত করে বাড়িও ফিরে এসেছিলেন তিনি। তারপর আবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় আগস্ট মাসে ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । চিকিৎসকদের কথায়, বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। এছাড়াও মাল্টি অর্গান ফেলিওরও দেখা দিয়েছিল। সংক্রমণের ধাক্কায় গুরুতর অসুস্থ বোধ করছিলেন প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বার্ধক্যজনিত অসুখ কাবু করে দিয়েছিল প্রবীণ সাহিত্যিককে।

You might also like