সাড়ে ১০ কোটি টিকার চুক্তি করেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নতুন করে আরও সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রবিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে। এ কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে টিকা পাওয়ার বিষয়ে চুক্তি করা হয়েছে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে তাগিদ দিচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, প্রমুখ।

You might also like