সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নগরির আলমপুরে সিএনজি অটোরিক্সায় গ্যাস রিফুয়েলিং করে টাকা চাওয়ায় মেঘনা ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর করার প্রতিবাদে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরির আলমপুরস্থ মেঘনা সিএনজি ফিলিং স্টেশনে এই সভার আয়োজন করা হয়।
সভায় নেতৃবৃন্দ আলমপুরে সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বলেন, অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা ওনার্স এসোসিয়েশন আন্দোলনে যেতে বাধ্য হবে।

এসোসিয়েশন’র সিলেট বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন বিভাগীয় সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি হুমায়ুন আহমদ, হুরায়রা ইফতার হোসেন, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, হাজী হোসেন আহমদ, আখতার ফারুক লিটন, লোকমান আহমদ মাছুম, স্যার জন রাসু, ফরহাদ আহমদ খান, সাব্বির আহমদ প্রমুখ।উল্লেখ্য, কিছু স্থানীয় সন্ত্রাসী এলাকায় উশৃংখল, দাঙ্গাবাজ, চাঁদাবাজ ও মাদকসেবী হিসেবে চিহ্নিত। প্রায়ই নিজেদের এলাকার দাপট দেখিয়ে এরা মেঘনা ফিলিং স্টেশনে এসে খারাপ আচরণের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারিদের অশ্লীল ভাষায় গালাগাল করে। ক্ষেত্রবিশেষে এরা কর্মচারিদের উপর হাত তুলতেও দ্বিধা করে না। এদের বিষয়ে এলাকায় বার বার নালিশ দিয়েও কোন ফল পাওয়া যায়নি।এদিকে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে ঘটনার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

You might also like