সিকৃবি শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ব্যাচ ট্যুরের আলোচনা নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষ ঘটে। তবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।সিকৃবি থেকে সংবাদদাতা জানান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ট্যুর নিয়ে শিক্ষার্থীদের দু’পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ বিপুলসংখ্যক লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম সোহাগ, সহকারী প্রক্টর পার্থপ্রতিম বর্মন, নিরাপত্তা শাখার কর্মকর্তা আফরাদ তারেক, সিকৃবি ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

একপর্যায়ে প্রক্টরের আশ্বাসে একপক্ষ হজরত শাহপরাণ হলে যাওয়ার সময়ই অপরপক্ষ পূর্ব থেকে অবস্থান নেয়া শিক্ষার্থীরা প্রক্টর, সহকারী প্রক্টর, সহকারী পরিচালকের (ছাত্র পরামর্শ ও নির্দেশনার) সামনেই হামলা চালায়।সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।এ বিষয়ে প্রক্টর ড. মনিরুল ইসলাম বলেন, ব্যাচভিত্তিক ট্যুর নিয়ে গভীর রাতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।সিলেট কৃষি বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মারামারির কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রক্টরসহ আমরা তাদের শান্ত করার চেষ্টা করি। তবে এ সময় বেশ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে কয়েকজন ছাত্র আহত হয়েছে। পরে উত্তেজিত শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা হলে পাঠিয়ে দিয়েছি।

You might also like