সিনিয়র সলিসিটরস নেটওয়ার্কিং গ্রুপ এর ঈদ পুনর্মিলনী এবং মিলন মেলা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: সিনিয়র সলিসিটরস নেটওয়ার্কিং গ্রুপ শনিবার ৫ই এপ্রিল ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে।ইভেন্টটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।মোট দুইশত জন প্রত্যাশিত অংশগ্রহণকারী সহ কমিউনিটির ব্যারিষ্টার এবং সলিসিটরস, তাদের পরিবার,অফিস স্টাফ,এবং সিনিয়র সলিসিটরদের একত্রিত করা এই সমাবেশের লক্ষ্য ছিল।পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুর করা হয়।শুরুতে ব্যরিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার কোরআন তেলোয়াত করেন।তারপর হোম মেড তৈরী বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা পরিবেশন করা হয়।ব্যারিস্টার মুহাম্মদ আবুল কালাম স্পনসর ও উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার এম কিউ হাসান, ব্যারিস্টার কালাম চৌধুরী এবং সলিসিটর সৈয়দ আবু বকর আহমেদ ইকবাল।
এই ইভেন্টটি কমিউনিটির ১২টি সলিসিটরস প্রাকটিস স্পনসর করেন।তারা হলো:
অ্যামিকাস সলিসিটর লন্ডন (ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী),
কালাম সলিসিটর (ব্যারিস্টার মুহাম্মদ আবুল কালাম),
তাজ সলিসিটরস (ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ),
চ্যান্সারি সলিসিটরস (ব্যারিস্টার মোঃ ইকবাল হোসেন),
এমকিউ হাসান সলিসিটরস (ব্যারিস্টার মোঃ কামরুল হাসান),
কেসি সলিসিটরস (ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী),
ইমরান অ্যান্ড কোং সলিসিটরস (সলিসিটর মুহাম্মদ ইমরান হোসেন) ,
কিংডম সলিসিটরস (ব্যারিস্টার তারেক চৌধুরী),
ওয়েস্টগেট সলিসিটরস (সলিসিটর শুহেল এমাদ উদ্দিন),
ল ভ্যালি সলিসিটরস (ব্যারিস্টার মোঃ মনিরুল ইসলাম),
ক্যাপিটাল সলিসিটরস (সলিসিটর সৈয়দ আবু বকর আহমেদ ইকবাল),
বি চৌধুরী সলিসিটরস (সলিসিটর বদরুল আলম চৌধুরী),
১২টি সলিসিটরস প্রাকটিস এর প্রিন্সিপাল এবং সিনিয়র পার্টনাররা তাদের স্টাফদেরকে মন্চে ডেকে পরিচয় করিয়ে দেন।
ইভেন্টে “পার্সেল এবং পাস” নামে একটি শিশুদের কার্যকলাপ, “চেয়ার সিটিং” নামে একটি পুরুষদের কার্যকলাপ এবং “বালিশ পাসিং” নামে একটি মহিলাদের কার্যকলাপ অন্তর্ভুক্ত ছিল। এই ইভেন্টগুলির ১ম ২য় এবং ৩য় স্হান অধিকারীদেরকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়।ইভেন্টে “পার্সেল এবং পাস” নামে শিশুদের কার্যকলাপে প্রথম স্হান হন মাস্টার রাইফ বোল্টন।একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ব্যারিস্টার কেজেবি কনক,কাজী কল্পনা এবং মিসেস সৈয়দা তামান্না তাজ প্রমুখ গান পরিবেশন করেন।ব্যারিস্টার মোঃ কামরুল হাসান এবং ব্যরিস্টার সাঈদ ইকবাল সহ প্রমুখ কবিতা আবৃত্তি করেন।এই অনুষ্ঠানে সিনিয়র সলিসিটর সহুল আহমেদ মকু (লিবার্টি লিগাল সলিসিটরস, ব্যারিস্টার শফিকুর রহমান(শফিক সলিসিটরস),ব্যারিস্টার হাসান মাহমুদ ( সাহিদ রহমান সলিসিটরস),সলিসিটর সফিউল আজম ( আজম সলিসিটরস),ব্যরিস্টার সুমন মিয়ান ( গিগা লিগ্যাল সলিসিটরস),ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন ( গিগা লিগ্যাল সলিসিটরস),মোঃ ইমরান কবির চৌধুরী ( ই১ সলিসিটরস) এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন ( হোসেন চেম্বার) উপস্থিত ছিলেন।অনেক অনেক সুস্বাদু খাবারের সমারোহে নৈশভোজের আয়োজন ছিল।ভবিষ্যতেও এ ধরনের নেটওয়ার্কিং ইভেন্ট অব্যাহত রাখতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ।