সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা উপজেলায় আজ ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।আজ সোমবার সন্ধ্যায় সলঙ্গা উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), একই এলাকার একরাম আলীর ছেলে ভাই আব্দুল বাতেন (৩৮) ও রোগী মোস্তাফিজুরের স্ত্রী রানু আক্তার (২৪) এবং রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঈকলচালি গ্রামের সাইফুল ইসলামের ছেলে অ্যাম্বুলেন্স চালক লালমিয়া (৪৫)।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনা আহত মোস্তাফিজুর রহমান নামে একব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি ঢাকা-বগুড়া মহাসড়কের রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া মারা যান।তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You might also like