সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে । এঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সলঙ্গা থানার নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু (৫০), সদর উপজেলার ফজল খাঁন রোড এলাকার রিপন শেখ এর স্ত্রী ডলি আক্তার (২৫) ও তার ছেলে ৭ মাস বয়সী শিশু নিহাল শেখ।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএসজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী বাস সিএসজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় সিএনজিতে থাকা অন্য যাত্রীদেরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

You might also like