সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী 

ঢাকা: তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। রোববার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেলে চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।বৃষ্টিতে ভেসে গেছে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয়টির শুরুতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের বড় সুযোগ।সিরিজের প্রথম ওয়ানডেতে ফল পায়নি কোনো দলই। বৃষ্টির কারণে ম্যাচ হয় পরিত্যক্ত। দ্বিতীয়টি দেরিতে শুরু হলেও লড়াই চলে জমজমাট। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। যা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়তে হয় বাংলাদেশ।রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে গিয়ে বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

You might also like