সিরিজ জিততে বাংলাদেশের চাই ১২৯ রান

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ প্রথম দুই ম্যাচে এসেছে সাফল্য। তৃতীয়টিতেও একই ফল এলে দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১২৮ রান। সিরিজ নিশ্চিত করতে তাই বাংলাদেশকে করতে হবে ১২৯ রান।টি-টোয়েন্টি ফরম্যাটের কথা চিন্তা করলে লক্ষ্য খুব একটা সহজ নয়। তবে মিরপুরের উইকেট বিবেচনায় নিলে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। শেরেবাংলা স্টেডিয়ামের পিচে ১২৯ রান চ্যালেঞ্জিং স্কোর। সেই হিসাবে স্বাগতিকদের কাজটা মোটেও সহজ নয়।

You might also like