সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই-শফিকুর রহমান চৌধুরী

সত্যবাণী
সিলেট অফিসঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসীও উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।
১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সুযোগ্য নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে আসেনি। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।
এরআগে বিকাল ৫টা ২৫ মিনিটে দায়িত্ব পাওয়ার পর প্রথম জন্মভূমিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  প্রতিমন্ত্রীর শফিকুর রহমান চৌধুরী। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি নগরির চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন।
পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)’র মাজার জিয়ারত করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ জেলা ও নগর আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like