সিলেটের চারটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের ৪টি উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মার্চ বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি। জেলার ৬০৬টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করার মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করা হয়। পরে ভার্চুয়ালি ৩টি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইতোমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৫৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ পর্যন্ত ৪ হাজার ১৮৯টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে এই পর্যন্ত মোট ৫ হাজার ৪৫৩টি গৃহ নির্মাণের বরাদ্দ হয়েছে।জেলায় ১ম পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৩ হাজার ১৩১টি গৃহ, ২য় পর্যায়ের ১১৫টি এবং ৩য় পর্যায়ের ১ হাজার ১৫৮টি গৃহের মধ্যে ১ হাজার ১২৮টি গৃহের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।চলতি বছরের জুন মাস নাগাদ জেলার আরো ৭টি উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণার প্রয়াস চলমান রয়েছে।এ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো.মজিবুর রহমান বলেন, এই প্রকল্পের আওতায় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৩ সালের শেষ নাগাদ সিলেট জেলাকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।