সিলেটের প্রতিটি শপিংমল কাপড়ের দোকান নজরদারিতে ‘প্রাইস টেম্পারিং’ ঠেকাতে কঠোর ভোক্তা অধিদপ্তর মাঠে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সিলেটে ধীরে ধীরে জমতে শুরু করেছে মানুষের কেনাকাটা। তবে কাপড়ের দোকানগুলোতে ‘প্রাইস টেম্পারিং’ সহ নানাভাবে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন কতিপয় অসাধু ব্যবসায়ী। এসব ঠেকাতে এবার সিলেটে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১ এপ্রিল শনিবার দুপুর দেড়টার দিকে ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় নগরির কুমারপাড়ায় এক কাপড়ের দোকানে বিদেশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।অভিযানকালে তিনি গণমাধ্যমকে বলেন, ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ী ‘মূল্য ছাড়’ অফার দেন। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে-সঠিক মূল্য থেকে বাড়িয়ে অতিরিক্ত দাম নির্ধারণ করে এরপর ৩০ অথবা ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভোক্তাদের প্রতারণা করেন কিছু ব্যবসায়ী। এছাড়াও বিদেশি পণ্যের ইচ্ছেমতো দাম রাখেন তারা। এসব ঠেকাতে আমরা মাঠে কাজ করছি। ঈদের আগ পর্যন্ত এরকম অভিযান আমরা নিয়মিত অব্যাহত রাখবো।

You might also like