সিলেটের বাম রাজনীতিক সৈয়দ আব্দুল হান্নানের জীবনাবসান

সিলেট করেসপন্ডেন্ট
সত্যবাণী  

লন্ডন: সিলেটের সুনামগঞ্জ এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক, ন্যাপ (মোজাফফর) এর প্রেসিডিয়াম মেম্বার ও সিলেট জেলা শাখার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান  সৈয়দ আব্দুল হান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিলেটের একটি হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ পক্ষঘাতজনিত রোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক প্রয়াত সৈয়দ আব্দুল হান্নানের জামাতা।

চীর সংগ্রামী সৈয়দ আব্দুল হান্নান এক উজ্জ্বল বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ৬৯’র গণআন্দোলনে তিনি ভূমিকা রাখতে সক্ষম হন। ১৯৭০’র নির্বাচনে তৎকালীন ওয়ালী ন্যাপের মনোনীত প্রাদেশিক পরিষদের পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন তিনি। ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নেতৃত্বের ভূমিকা   পালন করেন। দেশ স্বাধীনের পর তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকার কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করেন। এছাড়াও তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ ৯০ পরবর্তী প্রগতিশীল-গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন সমূহে বৃহত্তর সিলেট জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

 

You might also like