সিলেটের ৩টি সরকারি মেডিকেল কলেজে আসন বেড়েছে ৯৪টি
নিউজ ডেক্স
সত্যবাণীঃ দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বাড়িয়েছে সরকার। এরমধ্যে সিলেটের ৩টি সরকারি মেডিকেল কলেজে বেড়েছে ৯৪টি আসন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০ আসন বেড়ে হয়েছে ২৫০টি, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ২৫টি আসন বেড়ে হয়েছে ৭৫টি ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯টি আসন বেড়ে হয়েছে ১০০টি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সবচেয়ে বেশি ৬০টি আসন বেড়েছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে, আর দ্বিতীয় সর্বোচ্চ ৫০টি আসন বেড়েছে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে। সব মিলিয়ে বর্তমানে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০টিতে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা মেডিকেল কলেজে এতোদিন আসন সংখ্যা ছিল ২৩০টি, নতুন করে ২০টি আসন বৃদ্ধি পেয়ে সর্বমোট আসন হয়েছে ২৫০টি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ২৩০টি, নতুন করে ২০টি আসন বেড়ে সর্বমোট আসন হয়েছে ২৫০টি। এছাড়া কর্নেল মালেক মেডিকেল কলেজে ৫০টি আসন বেড়ে সর্বমোট হয়েছে ১২৫টি।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৭০টি, নতুন করে ৩০টি আসন বেড়ে হয়েছে ১০০টি। কুমিল্লা মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২০০টি, যশোর মেডিকেল কলেজে ৩০টি আসন বেড়ে হয়েছে ১০০টি, খুলনা মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২০০টি, কুষ্টিয়া মেডিকেল কলেজে ৩৫টি আসন বেড়ে হয়েছে ১০০টি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২০০টি। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে আসন বেড়েছে ৩০টি, সর্বমোট আসন হয়েছে ১০০টি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২০০টি। চাঁদপুর মেডিকেল কলেজে ২৫ আসন বেড়ে হয়েছে ৭৫টি। মাগুরা মেডিকেল কলেজে ২৫টি আসন বেড়ে হয়েছে ৭৫টি। এছাড়া মুগদা মেডিকেল কলেজে ২৫টি আসন বেড়ে হয়েছে ১০০টি, ময়মনসিংহ মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২৫০টি। নওগাঁ মেডিকেল কলেজে ৫০টি, নেত্রকোণা মেডিকেল কলেজে ২৫ আসন বেড়ে হয়েছে ৭৫টি, নীলফামারী মেডিকেল কলেজে ২৫ আসন বেড়ে হয়েছে ৭৫টি, পাবনা মেডিকেল কলেজে ৩০টি আসন বেড়ে বর্তমানে হয়েছে ১০০টি, পটুয়াখালী মেডিকেল কলেজে ২৪টি আসন বেড়ে হয়েছে ৭৫টি, রাজশাহী মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২৫০টি, রাঙামাটি মেডিকেল কলেজে ২৪টি আসন বেড়ে হয়েছে ৭৫টি।
এদিকে, রংপুর মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২৫০টি, সাতক্ষীরা মেডিকেল কলেজে ৩৫টি আসন বেড়ে হয়েছে ১০০টি, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ৩৫টি আসন বেড়ে হয়েছে ১০০টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৩০টি আসন বেড়ে হয়েছে ২৩০টি। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৩৫টি আসন বেড়েছে, এ নিয়ে সর্বমোট আসন হয়েছে ১০০টি, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ২৮টি আসন বেড়ে হয়েছে ১০০টি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২০০টি, শেরে-ই-বাংলা মেডিকেলে কলেজে ২০টি আসন বেড়ে হয়েছে ২৫০টি। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ৩৫ আসন বেড়ে হয়েছে ১০০টি, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে ৩৫টি আসন বেড়ে হয়েছে ১০০টি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি আসন বেড়ে হয়েছে ১২৫টি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২০টি আসন বেড়ে সর্বমোট ২৫০টি আসন হয়েছে।
আসন বৃদ্ধি প্রসঙ্গে ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০-৬০টি পর্যন্ত আসন বেড়েছে। বর্ধিত এসব আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
প্রসঙ্গত, এতোদিন ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পেতো মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। এমন কি আসন সীমিত হওয়ায় বহু মেধাবী ছাত্র-ছাত্রী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো। এ কারণে নতুন আর ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।