সিলেটে আরো ৪৮ জন ডায়রিয়ায় আক্রান্ত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বন্যা পরবর্তীতে সিলেটে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে আরো ৪৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মোট ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩১ জনে।সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। ডায়রিয়া প্রতিরোধে সিভিল সার্জন অফিসের উদ্যোগে গঠিত মেডিকেল টিম কাজ করছে বলে জানান তিনি।স্বাস্থ্য বিভাগ জানায়, বিভিন্ন এলাকায় ময়লাযুক্ত আবদ্ধ পানি জমা হয়ে আছে। এ কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়া মাঝ বয়সীরাও রয়েছেন।আক্রান্তরা বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ উপজেলা এবং জেলা হাসপাতালেও আসছেন।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম ডায়রিয়া থেকে বাঁচতে সংশ্লিষ্টদের বিশুদ্ধ খাবার পানি পানের পরামর্শ দেন।এদিকে, সিলেটে সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেটে সুরমা বিপদসীমার ৬৮ সেন্টিমিটার, কানাইঘাটে ২১ সেন্টিমিটার, আমলসীদ পয়েন্টে কুশিয়ারা ৪০ সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে কুশিয়ারা বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।প্রসঙ্গত, গত ১১ মে থেকে সিলেটে বন্যা দেখা দেয়।