সিলেটে গ্রিড বিপর্যয় পুরো বিভাগে বিদ্যুৎ বন্ধ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকেই জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটার কারণে সিলেট বিভাগের সকল জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ২৪ জুলাই সোমবার বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।
প্রকৌশলী আব্দুল কাদির জানান, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটোই বন্ধ থাকায় সমগ্র সিলেট বিভাগে বিদ্যুৎ বন্ধ ছিল। বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। বিদ্যুৎ স্বাভাবিক হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে বলে জানান তিনি। সন্ধ্যে সাড়ে ৭ টার পরে বিদ্যুৎ এলেও এরপরও বেশ কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে।

You might also like