সিলেটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর মৃত্যু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু ঘটেছে। ১৮ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এই ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রুশনা বেগম (৪০)। ওই নারী মানসিক রোগী ছিলো বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।সিলেট রেলওয়ে থানা পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে হরগৌরী গ্রামের পাশে এক নারীর মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়ার ছওয়াব আলীর স্ত্রী রুশনা বেগম (৪০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই নারী রেললাইনের পাশে ঘুরাঘুরি করছিলেন। একপর্যায়ে দেখা যায় ট্রেনটি আসার কিছুক্ষণ পূর্বে ওই নারী একটি ব্যাগ পাশের কলোনির একজন নারীর কাছে ছুঁড়ে মেরে সাথে সাথে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।আশেপাশের লোকজন এগিয়ে এসে মোগলাবাজার থানা ও জিআরপি থানার পুলিশকে ঘটনাটি জানালে মোগলাবাজার থানা ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এ ব্যাপারে সিলেট রেলওয়ে থানার এসআই জয়নুল আবেদিন জানান, ছুড়ে দেয়া ঐ ব্যাগে একটি মোবাইল নাম্বার রয়েছে। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করা হলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় তার আত্মীয়কে ঘটনাটি জানালে তারা এসে লাশ শনাক্ত করেন। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।