সিলেটে তাপমাত্রা ৩৬ ডিগ্রিঃ তীব্র দাবদাহে মানুষ অসহায়
সিলেট অফিস
সত্যবাণী
প্রায় এক সপ্তাহ যাবৎ সিলেটে বইছে দাবদাহ। শ্রাবণের শুরু থেকে এই তীব্র তাপপ্রবাহ যেন গ্রীষ্মকেও হার মানাচ্ছে। মাঝে মাঝে দু’য়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিতে গরম যেন আরও বেড়ে যাচ্ছে। একদিকে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে বৃষ্টিও হচ্ছে হালকা থেকে মাঝারি। তবে এই বৃষ্টি কমাতে পারছে না গরমের তীব্রতা। অনেকটা মানুষের শরীরে ‘আগুনের হলকা’ লাগছে।
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। দিনে কি রাত সমানতালে গরমের দাপট।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সিলেটসহ সারাদেশে বৃষ্টিপাত কমেছে। এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে। আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।
তবে এ ব্যাপারে কথা বলতে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে অস্বাভাবিক তাপদাহের কারণে সিলেটজুড়ে জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগব্যাধিতে অসুস্থ মানুষ। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। বিশেষ করে রিকশাচালকসহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি।