সিলেটে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলাধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ছয়জনকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়েছে।সোমবার (৬ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫) ও তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছরের ছেলে সাফি আহমদ এবং জুবেরের মা শামীমারা বেগম (৫৮)।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, টিলাটির প্রায় অর্ধেক অংশ অবৈধভাবে কেটে ফেলা হয়। যে কারণে টানা তিনদিনের বৃষ্টির ফলে মাটি ধসের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।জৈন্তাপুরের স্থানীয় সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির গণমাধ্যম কর্মীদের জানান, উপজেলার চারিকাটা ও হরিপুর ইউনিয়নের বেশকিছু পাহাড় এবং টিলা অবৈধভাবে কেটে মাটি সরিয়ে ফেলায় আরও পাহাড় ও টিলাধসের আশঙ্কা রয়েছে।টানা তিনদিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে মাটি অনেক নরম হয়ে রয়েছে।