সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে লন্ডনে ‘আমরা সিলেটবাসী’র প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ আজ দুপুর ২টায় লন্ডনে কেন্দ্রীয় শহীদ ‘আমরা সিলেটবাসী’র পক্ষ থেকে সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংঘটনের সভাপতি,মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ্র সভাপতিত্বে এবং সংঘটনের সাধারন সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউরোপের সমন্বয়ক ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় আয়ুজিত সভায় বক্তারা অভিলম্বে দায়ী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে কঠোর শাস্তি দাবী করেন।

সভায় বক্তব্য রাখেন নিহত রায়হানের ভগ্নিপতি মকাম্মেল আলী,বাংলাদেশ মানবাধিকার কমী যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ওআমরা সিলেটবাসীর যুগ্ন সাধারন সম্পাদক মানবাধিকার কমী জামাল আহমেদ খান,যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল বাসির, সালেহ আহমেদ ,সইয়েদ গোলাব আলী।সভায় বক্তারা বলেন, পুলিশের মধ্যে কিছু কুচক্রী মহল নানা অপকর্মে জড়িত থেকে পুলিশসহ সমস্ত সিলেটের সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। এইসব কুচক্রীদের বিরুদ্ধে অভিলম্বে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে সিলেটের কৃতি সন্তান,মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীরনিকট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।

You might also like