সিলেটে বাড়ছে করোনা সংক্রমণ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্তের হার ১২% -এ পৌঁছেছে। এরআগে গত ২৪ ঘণ্টায় ছিল মাত্র ১.১৪%। সিলেটের স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০ জনের শরীরের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।সূত্র জানায়, গত ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন।এদিকে, সিলেট বিভাগে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮১৭ জন। সুস্থ হয়েছেন মোট ৬৬ হাজার ২৮৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৫৩ জন।

You might also like