সিলেটে বিএনপির গণসমাবেশ প্রস্তুতি কাজে সিসিকের  গাড়ি ও জনবল!

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আর মাত্র দু’দিন পর ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেটে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ। সে লক্ষ্যেই প্রস্তুতি চালাচ্ছেন তারা। ইতিমধ্যেই শুরু হয়েছে সম্মেলনের জন্য মাঠ পরিচর্যা ও মঞ্চ তৈরির কাজ। কিন্তু একটি দলীয় অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে সিসিকের পানির গাড়ি, রোলার ও কর্মীরা।১৬ নভেম্বর বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সরেজমিন গিয়ে দেখা যায়, সমাবেশের জন্য শুরু হয়েছে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ। কিন্তু এতে প্রত্যক্ষভাবে কাজ করছে সিসিকের কর্মচারিরা।এছাড়াও মাঠে পানি ছিটানোর কাজেও ব্যবহার করা হচ্ছে সিসিকের পানির গাড়ি ও মাটি সমতল করার জন্য রোলার।দলীয় একটি অনুষ্ঠানে সরকারি জনবল ও কাঠামো ব্যবহার করায় ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দলীয় কাজে সরকারি গাড়ি ও সিসিকের কর্মচারি ব্যবহার করছেন বলে মনে করছেন তারা। তাদের অভিমত সিসিকের গাড়ি ও জনবল কাজে লাগিয়ে বিএনপি’র বন্দনা করা হচ্ছে।তবে সিসিকের দাবি-নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি’ দিয়ে গাড়ি ও জনবল ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, যেকোনো দলের অনুষ্ঠানে সিসিকের যানবাহন ব্যবহার করতে হলে নিয়ম অনুযায়ী দরখাস্ত করে নির্ধারিত ফি’ প্রদান করে নিতে পারে। শুধু বিএনপি’র অনুষ্ঠান বলে নয়, আওয়ামী লীগ, জাসদ ও বিভিন্ন ইসলামী সংগঠনের অনুষ্ঠানেও সিসিকের যানবাহন ব্যবহার করা হয়েছে।প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ হবে। সমাবেশে ৪ লাখ মানুষের গণজমায়েত হবে বলে আশাবাদী বিএনপি নেতারা। এরই মধ্যে সমাবেশে আসা নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে। সমাবেশ সফল করতে ৬ টি কমিটি গঠন করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে চলেছেন।

You might also like