সিলেটে বৃক্ষরোপণ ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২২-এর উদ্বোধন করা হয়েছে। ৩০ জুলাই শনিবার নগরির আলিয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও সায়মুন ইভান ও জান্নাত আশা’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট রেঞ্জের পুলিশ সুপার জেদান আল মুসা। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, মারুফ হোসাইন, মাহমুদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবো। তিনি বলেন, পাথর উত্তোলনের ক্ষেত্রে যথাযথ গবেষণা এবং পরিবেশের ক্ষতি না হয় সে কথা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আগামী বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান।

You might also like