সিলেটে বৃহস্পতিবার  মুজিবর্ষের ঘর পাবে ১২৬ পরিবার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণী) ৩য় পর্যায়ে (২য় ধাপ) তালিকাভুক্তদের মধ্যে জমিসহ ঘর পাবে আরও ১২৬টি পরিবার। আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।১৯ জুলাই মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন মানুষের আশ্রয়ণের লক্ষ্যে জেলা প্রশাসন, সিলেটের তত্বাবধানে ১৩টি উপজেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) মোট ১২৬টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সিলেটে এই ধাপে ঘরগুলোর মধ্যে রয়েছে, সিলেট সদরে ২৬টি, গোয়াইনঘাটে ৪০টি, কোম্পানীগঞ্জে ১৫টি, ফেঞ্চুগঞ্জে ২৯টি, জৈন্তাপুরে ১৬টি।এরআগে, সিলেটে ১ম পর্যায়ে ৩১৩৭টি, ২য় পর্যায়ে ১১৫টি, ৩য় পর্যায়ের (১ম ধাপে) ৮১৭টিসহ মোট ৪০৬৯টি ঘর ইতোপূর্বে উদ্বোধন করা হয়েছে। ৩য় পর্যায়ে (২য় ধাপ) ১২৬টিসহ সিলেট জেলার মোট পুনর্বাসিত পরিবারের সংখ্যা হবে ৪১৯৫টি।সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক এ মহতি কার্যক্রমের মাধ্যমে সিলেট জেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্তকরণ পদক্ষেপ অনেকাংশে এগিয়ে যাবে।

You might also like