সিলেটে ভারতের আর্থিক সহায়তার কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী আজ সিলেটে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের চালিবন্দরে উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস প্রাঙ্গণে পাঁচ তলা বিশিষ্ট একটি মহিলা হোস্টেল উদ্বোধন করেছেন। ভারত সরকারের ৪ কোটি ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়েছে। হোস্টেলটিতে ১৬০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা আছে। উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস ট্রাস্ট অলাভজনকভাবে হোস্টেলটি পরিচালনা করবে।পরে, দোরাইস্বামী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী অন্য তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পগুলো হচ্ছে- সিলেটের ধুপাদিঘিরপাড় এলাকার উন্নয়ন, কষ্টঘরে ক্লিনার কলোনি নির্মাণ ও চর দিঘিরপাড়ে একটি স্কুলভবন নির্মাণ।ভারতের হাই কমিশন, বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে ‘কনস্ট্রাকশন অব ইনফ্রাস্ট্রাকচার ফর এডুকেশন এন্ড বেটার এনভায়রনমেন্ট অব সিলেট সিটি কর্পোরেশন’ এর জন্য ২০১৭ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অংশ হিসেবে ভারতের আর্থিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন প্রকল্পগুলো বাস্তবায়িত করছে।ভারতীয় হাই কমিশন জানায়, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং ভারত সরকারের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের প্রকল্পের অংশ হিসেবে প্রকল্প তিনটি বাস্তবায়িত হচ্ছে।

You might also like