সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট মহানগরি এবং এর আশেপাশে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিমি দূরে ভারতের ডাউকি সংলগ্ন এলাকায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। নগরির বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে নগরির বেশিরভাগ মানুষ-ই ভূমিকম্প অনুধাবন করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষিত কোন তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাত্র ১৫ দিন পূর্বে গত ১৪ আগস্ট রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। তার উৎপত্তিস্থলও ছিল সিলেটের কানাইঘাট উপজেলার কাছাকাছি সীমান্তবর্তী এলাকায় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।