সিলেটে শিল্প-কারখানা স্থাপন ও গ্যাসসংযোগ দিতে উদ্যোগ নেবো-ড. মোমেন

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেট-১ আসনের এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন,সিলেটে শিল্প ও কল-কারখানা স্থাপন এবং গ্যাসসংযোগ প্রদানসহ জরুরি সব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আমি শিগগিরই পদক্ষেপ নেবো।
২০ জানুয়ারি শনিবার সকালে এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। সিলেট নগরির মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী।
ড. মোমেন বলেন, জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ এবং জাতির সেবার জন্য। আমি সে লক্ষ্যেই কাজ করে যাবো। আমার প্রধান লক্ষ্য সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্যদিয়ে দারিদ্র্যমুক্ত করা। জনগণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়তে প্রত্যয়ী হবো।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ৫শ’ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

You might also like