সিলেটে সাইবার ক্রাইম গোপন তথ্য ওপেন করতেন রুমেন!

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নাগরিকদের মুঠোফোনের কলডাটা (সিডিআর) ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)’র তথ্য নিরাপত্তার প্রশ্নে গোপন জিনিস। শুধু আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী চাইলে সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করতে পারে। তবে সাধারণ কেউ আইনি প্রয়োজনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতার মাধ্যমেই এসব বিষয় জানতে পারেন। নতুবা এসব নিয়ে ঘাটাঘাটি করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। আর সেই ভয়ংকর অপরাধ সিলেটে বসে দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলেন সুনামগঞ্জের তরুণ মো. রুমেন হোসেন (২৩)। তবে শেষ রক্ষা হয়নি। বন্দী হতে হয়েছে র‌্যাবের জালে।
গত ২৬ মার্চ রোববার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে নগরির শামীমাবাদ এলাকা থেকে সাইবার অপরাধী রুমেনকে গ্রেফতার করে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে। রুমেন দীর্ঘদিন ধরে শামীমাবাদে বাসা ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছিলেন সাইবার ক্রাইম। গ্রেফতারের পরদিন আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান।রুমেনকে গ্রেফতারের পর র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমেনের অপকর্মের কথা জানতে পেরে প্রতারণা চক্রের মূল হোতা রুমেনকে গ্রেফতার করা হয়। এ সময় সময় তার কাছ থেকে সাইবার ক্রাইমে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপ কম্পিউটার, ৩টি স্মার্ট ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরা একটি সংঘবদ্ধ চক্র। চক্রটির মূলহোতা রুমেন। তার আরও সহযোগী রয়েছে। চক্রটি টাকার বিনিময়ে একজনের মুঠোফোনের কল ডাটা (সিডিআর) এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করে অন্যজনের কাছে সরবরাহ করতো। এটি তারা ইন্টারনেটের মাধ্যমে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে সংগ্রহ করতো। জব্দকৃত কম্পিউটার ও মুঠোফোনে এর প্রমাণ রয়েছে।এদিকে রুমেনকে গ্রেফতারের পর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। সোমবার পুলিশ তাকে আদালতে চালান দিলে আদালত তাকে কারাগারে পাঠান।

You might also like