সিলেটে ‘হিট স্ট্রোকে’ মারা গেলেন একজন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট নগরিতে ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন এক ব্যক্তি । ৩১ মে বুধবার বিকেল ৩টার দিকে নগরির লালবাজারে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।তিনি বলেন, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এখনও নিহতের নাম-ঠিকানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- অতিরিক্ত গরমে ওই ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিচয় শণাক্তে কাজ করছে পুলিশ।প্রচন্ড খরতাপে পুড়ছে পর্যটন নগরিঃ জীবন হাঁসফাঁস প্রচন্ড খরতাপে পুড়ছে পর্যটন নগরি সিলেট। গত কয়েকদিন থেকে তীব্র গরম। হাঁসফাঁস জনজীবন। ঘরে যেমন তাপ, বাইরে বের হলে তা আরও বেশি। এই তাপমাত্রা খুব শিগগিরই কমার সম্ভাবনা নেই। বুধবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টিরও কোনো খবর নেই। তাই তাপপ্রবাহের প্রভাবে আরও কয়েকদিন ভোগান্তিতে কাটাতে হবে মানুষকে।আবহাওয়ার অধিদপ্তর ৩১ মে বুধবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে আসার গড় সময় জুনের মাঝামাঝি। আগামী ৩ দিনের মধ্যে মৌসুমি বায়ু টেকনাফ উপকূলে পৌঁছাতে পারে। যদি মৌসুমি বায়ু জুনের মাঝামাঝি সময়ের মধ্যেও বাংলাদেশের উপকূলে না আসে তখন বলা যাবে যে দেরি হচ্ছে।তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে পৌঁছানোর পর ১০/১৫ দিন লাগে সারাদেশে বিস্তার লাভের জন্য। এবার মৌসুমি বায়ু নর্মাল অনসেট (স্বাভাবিক বিস্তার লাভ) হবে।শাহীনুল ইসলাম বলেন, আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে। তবে আরও কিছুটা সময় লাগবে। জুনের মাঝামাঝি বা এরপর বর্ষার বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।