সিলেটে ২ মেয়রপ্রার্থীকে কারণ দর্শাও নোটিশ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ২ মেয়রপ্রার্থীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬-এর বিধি ৫ লঙনের অভিযোগে ৩০ মে মঙ্গলবার বিকেলে ওই ২ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। নোটিশপ্রাপ্তরা হলেন, আ’লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাপা’র নজরুল ইসলাম বাবুল। নোটিশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬-এর বিধি ৫ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। যে কারণে এ ২ প্রার্থীকে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, সিসিক নির্বাচন আগামী ২১ জুন। ২ জুন হবে প্রতীক বরাদ্দ। কিন্তু এরই মধ্যে মাঠ গরম করে রেখেছেন মেয়রপ্রার্থীরা। মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে বাদ পড়েন ৫ জন। তাদের মধ্যে ৩ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এ অবস্থায় অপর বৈধ প্রার্থীদের মধ্যে মাঠে আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান। এ ৩ মেয়রপ্রার্থী প্রতিনিয়ত মাঠে প্রচারণা চালালেও নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচারণা না চালানোর অভিযোগ রয়েছে।