সিলেটে ৪.৫ মাত্রায় ভূমিকম্পন অনুভূত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে বড় ধরণের ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৬ জুন শুক্রবার সকাল পৌণে ১১টায় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে ঘর ছেড়ে বাইরে চলে আসেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এ ভূ-কম্পন সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়। ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

You might also like