সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত
সত্যবাণী
সিলেট অফিসঃ বিভিন্ন আয়োজনে ১২ ফেব্রুয়ারি সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় এক শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরলে এসে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিলেটের কৃষিবিদরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে কৃষিবিদ ইনস্টিটিউট সিলেট চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দিন আহমদের সঞ্চালনায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশের উন্নয়নে কৃষিবিদদের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান, মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভাগের প্রফেসর ড. এম এম মাহবুব আলম, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন প্রমুখ।
সিকৃবি থেকে সংবাদদাতা জানান, এ বছর কৃষিবিদ দিবস উপলক্ষে জ্যেষ্ঠ কৃষিবিদ হিসেবে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর অধ্যক্ষ (অব.) মোঃ ছারোয়ারুল আহসান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (অব.) মোঃ সালাহ উদ্দিন, সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (পিআরএল) মোঃ আনিছুর রহমান, মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রফেসর ড. মোঃ মোতাহের হোসেন, উপকূলীয় ও সামুদ্রিক মাৎসবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামকে জ্যেষ্ঠ কৃষিবিদ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেছে কৃষিবিদ ইনস্টিটিউট।
উল্লেখ্য, বাংলাদেশ কিংবা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষি, পশু চিকিৎসা, পশু পালন, কৃষি অর্থনীতি, মৎস্য, কৃষি প্রকৌশল, এমনকি কৃষি বনায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী পেশাজীবীরা কৃষিবিদ হিসেবে পরিচিত। কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণসহ নানামুখী উন্নয়ন কাজে নিয়োজিত থেকে দেশের খাদ্য নিরাপত্তা এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদগণ এখন মর্যাদাবান পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত।