সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা: ফয়জুল ইসলামের জীবনাবসান

কমিউনিটি করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: ৭৫ পরবর্তী বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট ডাঃ ফয়জুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার, ১৬ই সেপ্টেম্বর লন্ডন সময় বিকেল আনুমানিক ৬টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর।

সদ্য প্রয়াত ডা: ইসলাম  বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর সিলেট জেলা শাখার প্রথম যুগ্ম আহবায়ক এবং ১৯৭৭ সালে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করছিলেন।

ভদ্র ও সদালাপী জনাব ইসলাম কমিউনিটিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

 

 

 

 

You might also like