সিলেট জেলা বিএনপি নেতা তামিমকে কারাগারে প্রেরণের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট:  নাশকতা মামলায় সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়াকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি এক বিবৃতিতে তিনি তামিম ইয়াহয়া-সহ বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় এ নিন্দা জানান। সেইসাথে তাদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গত ৩১ মে সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ এবং গত ০৩ জুন নেত্রকোণার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।তিনি বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ। অবৈধ এ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করতে বেসামাল হয়ে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব রোটারিয়ান নাজমুল হাসান, নেত্রকোণা জেলাধীন কেন্দুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মতিন রুমেন, যুগ্ম আহবায়ক মো. হুমায়ন আহম্মেদ, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রুমান আহম্মেদ, বলাইশিমুল ইউনিয়ন বিএনপি নেতা মো. হারুন মিয়া, মো. মুখলেছ মিয়া, সান্দিকানা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান রবিন, যুগ্ম আহবায়ক মো. মোমেন মিয়া, যুবদল নেতা মো. জহিরুল মিয়া, মো. তানভির মিয়া ও মো. সাদ্দাম মিয়া’র জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী সরকারকে এই জুলুম বন্ধ করতে হবে।বিবৃতিতে ফখরুল বলেন, ‘বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন না থাকার কারণে বিচারকরা আইন অনুসরণ করে বিচারকার্য পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।’

উল্লেখ্য, উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ২৯ অক্টোবর গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে তামিমের নেতৃত্বে হরতাল পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। এ ঘটনায় পরদিন ৩০ অক্টোবর গোলাপগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা (১৯/২৩) দায়ের করে পুলিশ। ওই মামলায় তামিম ইয়াহয়াকে প্রধান আসামি করা হলে তিনি চলতি বছরের ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিনে ছিলেন।

You might also like